বিএনপির সমাবেশের আগে ভোলা-বরিশাল স্পিডবোট বন্ধ

বরিশালে বিএনপির ৫ নভেম্বরের সমাবেশের দুই দিন আগে ভোলা-বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে ভোলা স্পিডবোট মালিক সমিতি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরের পরে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে কোনও স্পিডবোট ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘাটে এসে ফিরে গেছেন অনেকে। বর্তমানে পুরো ঘাট ফাঁকা হয়ে গেছে।

ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোসলে উদ্দিন পেটোয়ারি জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা হতে পারে। এমন আশঙ্কায় স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ভোলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছেন। তাদের উত্তেজনাকে কেন্দ্র করে যেকোনও সময় হামলার ঘটনা ঘটতে পারে। তাই নৌ-যানের নিরাপত্তায় স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি রোগীদের আনা-নেওয়ার জন্য কিছু বোট চালু থাকবে। সবকিছু নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির ওপর।’

এদিকে সকাল থেকে দেখা গেছে, ঘাটে বেঁধে রাখা হয়েছে প্রায় একশ’ স্পিডবোট। সেখানে অলস সময় পার করছেন চালকরা।