ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতে পাচার হচ্ছিল শিং মাছ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতে পাচারের সময় ২৮০ কেজি শিং মাছ জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে বুধবার গভীর রাতে উপজেলার গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়।

অভিযানের সময় তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

জব্দ করা মাছ নিলামে বিক্রি করা হয়েছে।