X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৯

রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জানানো হয়, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির জন্য আগামী ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আগামী ২৫ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ জুলাই মধ্যরাত পর্যন্ত এই তিন মাস হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাত করা এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

তিনি আরও জানান, এ সময় মাছ শিকার বন্ধে হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্থানীয় বরফকলগুলো বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

সভায় উপস্থিত ছিলেন– বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা আধির চন্দ্র দাশ, মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়াসহ অন্য মৎস্য ব্যবসায়ীরা।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
মহিপুরে আগুনে পুড়ে ছাই ২৩ মাছের আড়ত
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
দারুণ উদ্যোগেও হয়রান মানুষ
সর্বশেষ খবর
বিএনপির ধ্বংসে বাইরের শত্রুর প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের
বিএনপির ধ্বংসে বাইরের শত্রুর প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের
নব্য জেএমবি’র সদস্য মিলনের দোষ স্বীকার
নব্য জেএমবি’র সদস্য মিলনের দোষ স্বীকার
ঘামে ভিজেই সুন্দর শহর গড়ছেন তারা
ঘামে ভিজেই সুন্দর শহর গড়ছেন তারা
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার