কুমিল্লার ৫ ইউপিতে নির্বাচন, ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হয়েছে। আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

ভোট অনুষ্ঠিত হওয়া পাঁচ ইউপি হলো– পূর্ব জোড়কানন, পশ্চিম জোড়কান, উত্তর চৌয়ারা, বারপাড়া ও বিজয়পুর।

ইভিএম জটিলতায় একটি কেন্দ্রে ১০ মিনিট পর শুরু হয়েছে ভোট গ্রহণ। বারোপাড়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এমন চিত্র। ভোট শুরু হওয়ার কথা ৮টায় হলেও ৮টা ১০ মিনিটেও শুরু হয়নি।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফজলে রাব্বি বলেন, ‘ভোট কেন্দ্রের সব ঠিকঠাক। কিন্তু ইভিএম মেশিনের সময় ৮টা না বাজলে আমরা ভোট গ্রহণ শুরু কর‍তে পারি না। তাই কোনও বুথে ৭ মিনিট, কোনও বুথে ১০ মিনিট দেরি হয়েছে। তবে এতে কোনও সমস্যা হবে না। কারণ পরে যত ভোটার কেন্দ্রে ঢুকবেন আমরা সবার ভোট নেবো।’

নৌকা প্রার্থীর এজেন্ট ইসমাইল হোসেন বলেন, ‘সেটিং করতে সময় লেগেছে। আমি এখনও আমার কক্ষে যেতে পারিনি। কিছুক্ষণের মধ্যে যাবো।’

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফজলে রাব্বি জানান, কেন্দ্রের ভোটার দুই হাজার ৪২ জন। নারী ভোটার ১০৪৫ জন। বুথ ৭টি।

এদিকে, ভোট গ্রহণে ধীরগতি লক্ষ করা গেছে। সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় ৬ ভোট পড়েছে। ওই কেন্দ্রের ৯ বুথের সব কটিতেই কোথাও ৬ ভোট কোথাও ৭ ভোট পড়েছে। জানা গেছে, ইভিএমের ধীরগতির কারণেই এমন ভোট গ্রহণে দেরি হচ্ছে।