নকল স্বর্ণমূর্তি বিক্রি চক্রের হোতা গ্রেফতার

নাটোরের সিংড়া উপজেলার আয়েশ গ্রামে অভিযান চালিয়ে নকল স্বর্ণমূর্তি বিক্রি চক্রের হোতা রফিকুল ইসলাম অফিজ (৫০)  এবং তার স্ত্রী রুপজানকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৫। নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অফিজ ওই গ্রামের খোরশেদ আলম প্রামাণিকের ছেলে।

র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক জানান, লালপুর উপজেলার সালামপুর এলাকার মহসীন আলীর ছেলে তরিকুল ইসলামের (২৮) কাছে অফিজ প্রতারণা করে ২ লাখ ২০ হাজার টাকায় একটি মূর্তি বিক্রি করে। অফিজ জানিয়েছিল, সেটি সোনার মূর্তি। কিন্তু পরীক্ষা করে মূর্তিটি সোনার নয় জানার পর টাকা ফেরত চাইলে তরিকুলকে মেরে ফেলার হুমকি দেয় ওই প্রতারকচক্র।

ভুক্তভোগী বিষয়টি র‌্যাবকে জানালে ওই প্রতারক চক্রের সাত সদস্যকে ওই মূর্তিসহ আটক করলেও মূলহোতা রফিকুল ইসলাম অফিজ (৫০) এবং তার তিন সহযোগী প্রতারক কৌশলে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে নাটোর জেলার সিংড়া থানায় প্রতারণার মামলা দায়ের করেন।