শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন, জরিমানা ১০ লাখ

রাঙামাটির লংগদুতে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষক আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। ২০২০ সালের ৫ অক্টোবর লংগদু থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

রায়ে উল্লেখ করা হয়, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের ছাত্রাবাসের ভেতরে ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছেন। বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় শান্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

রায়ে আরও উল্লেখ করা হয়, আসামি আগামী ৯০ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে বিধি মোতাবেক তার মালিকাধীন স্থাবর বা অস্থাবর সম্পত্তির নিলাম করা হবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাভোকেট রাজীব চাকমা বলেন, ‘মাননীয় আদালতের এই রায়ে আমরা খুশি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, ‘আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি।’