চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হালিমা আক্তার (৫৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। হালিমা নগরীর খুলশী থানা এলাকার বাসিন্দা।

এদিকে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ১৫ এবং সরকারি হাসপাতালে ১৬ জন চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে এ বছর ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচ হাজার ৩৪ জন শনাক্ত হয়েছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১, অক্টোবরে এক হাজার ৬৮১, নভেম্বরে দুই হাজার ৭ এবং ডিসেম্বরে এখন পর্যন্ত ৩৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

ডেঙ্গুতে মারা গেছেন ৩৫ জন। তাদের ১১ জন পুরুষ, ১২ জন নারী ও ১২ শিশু।