৬০০ ফুটের পতাকা টানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস

বিশ্বকাপ ফুটবল মানেই উচ্ছ্বাস ও উন্মাদনা। চার বছরের অপেক্ষার পর এ আয়োজন ঘিরে অনেকেই নিজের পছন্দের দলের পতাকা টানিয়েছেন। এর মাঝে রাজবাড়ীর গোয়ালন্দে ৬শ’ ফুট দীর্ঘ পতাকা টানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি এ পতাকা তৈরি করেছেন। শুধু পতাকাই নয়, তিনি গত ১০ ডিসেম্বর প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল এবং আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে মহাসড়ক ও বাজারের কয়েকটি সড়কে পতাকা হাতে মহড়া দিয়েছেন। তিনি খেলার শুরু থেকেই গোয়ালন্দ উপজেলার আনসার ক্লাবের পাশ দিয়ে বিশাল এ পতাকা টানিয়েছেন।

পতাকাটি সেলাই করা দর্জি আবুল কালাম আজাদ বলেন, ‘৬শ ফুটের পতাকাটি সেলাই করতে আমার একদিনের বেশি সময় লেগেছে। আমার জীবনে এমন বড় পতাকা সেলাই করিনি। আর্জেন্টিনা দলকে ভালোবাসি বিধায় আগ্রহ নিয়ে পতাকাটি সেলাই করেছি। পারিশ্রমিক যাই দিয়েছে তাই নিয়েছি।’

নাসির উদ্দিন রনি বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। গত বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পনা ছিল, আমরাও বিশাল একটি পতাকা তৈরি করবো। আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা থেকেই এই পতাকা তৈরি করা। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা শতভাগ আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে।’

তিনি আরও বলেন, ‘৬শ ফুটের পতাকাটি তৈরিতে আমার প্রায় ২৬ হাজার টাকার মতো খরচ হয়েছে।’