আর্জেন্টিনা সমর্থকের আয়োজনে ৩ হাজার মানুষের মাংস-খিচুড়ি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে সবখানে। অলিগলিতে চলছে বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগের নানা আয়োজন। খেলা দেখার পাশাপাশি চলছে খাওয়া-দাওয়ারও আয়োজন। তাই খেলা উপলক্ষে মাদারীপুর জেলার শিবচরে তিন হাজার মানুষের ভূরিভোজের আয়োজন করেছেন এক সমর্থক।

রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় শুরু হয়েছে গরু জবাই করে রান্নার কার্যক্রম। এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে কুতুবপুর ইউনিয়নের মাসুদুর রহমান দুলাল বেপারি বিশাল এ আয়োজনটি করছেন। এদিকে রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলাটি দেখার জন্য সাহেববাজার মাঠে খেলার দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে বড় পর্দার। পাশেই চলছে রান্নার আয়োজন। স্থানীয় দুই হাজার যুবকসহ আশেপাশে কাদিরপুর কাঠালবাড়ি এবং জাজিরা উপজেলার সেনেরচর ও নাওডোবা ইউনিয়ন থেকে অনেক সমর্থক এসেছেন বলে জানা যায়।

স্থানীয় সাংবাদিক বিএম হায়দার আলী বলেন, ‘আমাদের এলাকার প্রায় দুই হাজার যুবক আর্জেনটিনার সাপোর্ট করেন। তাদের পক্ষ থেকে মাসুদুর রহমান ভাই একটি গরু কিনেছেন। রাতে সবাইকে তিনি খিচুড়ি খাওয়াবেন।’

মাসুদুর রহমান দুলাল বেপারী বলেন, ‘বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ফাইনাল খেলা উপলক্ষে এ আয়োজন। তিন হাজার মানুষের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। খেলা শেষে সবাই খাওয়া-দাওয়া করবো।’