বিশ্বকাপ ফাইনালের রাতে খুলনায় উৎসব

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের রাতে খুলনাজুড়ে চলছে নানা উৎসব আয়োজন। খুলনার শহীদ হাদিস পার্কে স্থাপন করা বড় পর্দায় ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনার মনোমুগ্ধকর খেলা দেখার পাশাপাশি রয়েছে ভুরিভোজের আয়োজন। এ ছাড়া শহরের ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, খালিশপুর দৌলতপুর, ফুলবাড়ি গেটসহ শহরের অলিগলিতেও বড় পর্দায় ফাইনাল খেলা দেখার আয়োজন রয়েছে। বিভিন্ন প্রান্তে রয়েছে খিচুড়ির আয়োজনও।

খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের উদ্যোগে শহীদ হাদিস পার্কে রয়েছে উৎসবমুখর আয়োজন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল হাদিস পার্কে খেলা উপভোগ করবেন বলে শোনা গেছে।

সাইফুল ইসলাম বলেন, ‘আমার সুযোগ হয়েছে কাতারের স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার। কিন্তু খুলনার মানুষেরও ওই মাঠে বসে খেলা দেখার মজা পাওয়ার মতো আমেজ সৃষ্টির জন্য হাদিস পার্কে বড় পর্দায় খেলা চালানোর উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ফাইনাল আয়োজন আরও রঙিন করা হয়েছে। দিনভর চলেছে ভূরিভোজের আয়োজন। রাতে এখানে দর্শকরা খেলা উপভোগ করবেন আর আনন্দ-মজায় থাকবেন।’

খুলনার বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন রয়েছে। পাশাপাশি রয়েছে খাওয়া-দাওয়ারও আয়োজন। বাস্তুহারা কাঁচাবাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী। গোবরচাকা প্রধান সড়কে ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। এখানকার আর্জেন্টিনা সমর্থকরা ঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘প্রতি রাতের মতোই এখানে শ’ দুয়েক মানুষ একসঙ্গে ফাইনাল খেলায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মনোমুগ্ধকর ক্রীড়াশৈলী উপভোগ করবেন।’