নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৩৪ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুর শহরে বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের শহীদ ডা. শামসুল হক সড়কে হিরো স্টোর নামে একটি পাইকারি মনোহারি দোকানে নামি ব্রান্ডের মোড়কে নকল চা ও ভোজ্য তেল বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই সড়কের মাসুদ স্টোরে মেয়াদ উত্তীর্ণ ভোজ্যপণ্য বিক্রির অপরাধে মালিক মাসুদ রানাকে চার হাজার টাকা জরিমানা করা হয়। দোকানদাররা ওই জরিমানার টাকা নগদ প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তিনি বলেন, ‘এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যাতে ভোক্তা সাধারণ ন্যায্য মূল্যে সঠিক পণ্যটি পেতে পারেন।’