বিএনপি নেতা আরেফিনের দাফন সম্পন্ন

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ হরিপুর গ্রামের গোরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বিকালে হরিপুর জোত-দেবীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

স্বজনদের আহাজারিজানাজায় দিনাজপুর পৌরসভার মেয়র ও রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকসহ জেলার পাঁচ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে আরেফিনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিএনপি নেতা আব্দুর রশিদ লাশ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছলে পুরো গ্রামে শুরু হয় শোকের মাতম। আরেফিনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম, স্ত্রী চামেলী বেগম এবং ১১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল মাহী বারবার কান্নায় ভেঙে পড়েন। 

আরও খবর: পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত