ভাইকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়ে সড়কে প্রাণ হারালেন যুবক

এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর ডামুড্যা উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডামুড্যা থানার এসআই শফিউল্লাহ জানান, মঙ্গলবার ভোরে কনেশ্বর ইউনিয়নের মাঝির টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কাউসার মাঝি। তিনি পূর্ব ডামুড্যা ইউনিয়নের বারেক মাঝির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাউসার মাঝি তার ভাইকে নিয়ে সোমবার দিবাগত রাতে এয়ারপোর্ট থেকে ভাড়া মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথে কনেশ্বর মাঝির টেক এলাকায় ঘন কুয়াশায়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসআই শফিউল্লাহ বলেন, ‘পূর্ব ডামুড্যা ইউনিয়নের প্রবাসী একই পরিবারের সাত জন বাড়িতে আসছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর শুনে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করি। ঘটনাস্থলে কাউসার মাঝি মারা যান। আরেকজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ড্রাইভার পালিয়ে চলে যায়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।’