X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

ভোলায় পৃথক ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

ভোলা প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২২:৪৩আপডেট : ১৬ জুন ২০২৫, ২২:৪৩

ভোলা জেলার সদর ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) রিকশার চাকা বার্স্ট, পানিতে ডুবে এবং সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল ৪টার দিকে সদর উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন নামক এলাকায় একটি তেলবাহী গাড়ির চাপায় শাহানুর বেগম (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি উত্তর দিঘলদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত কালু মোল্লার স্ত্রী। ওই নারী একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

একই সময় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারে নিজ অটোরিকশার চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বার্স্ট হয়ে মাথার খুলি উড়ে মিজানুর সিকদার (৪০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের লেজছখিনা গ্রামের সেরাজুল সিকদারের ছেলে। অতিরিক্ত হাওয়া দেওয়ার কারণে অটোরিকশার চাকা বার্স্ট হয়ে তার মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে শামিম নামে দুই বছরের এক শিশু নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশুটি ওই এলাকার বাসিন্দা রাকিব মিয়ার ছেলে। খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় শিশু শামিম। পরে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর উপজেলার দুটি মৃত্যুর বিষয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ নিশ্চিত করে বলেন, ‘দুটি ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া স্ব-স্ব পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর এবং দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা জানান, স্বজনদের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে অটোরিকশাচালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত
সর্বশেষ খবর
১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর
১৮ মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেড় লাখ রোহিঙ্গা: ইউএনএইচসিআর
সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে ৯ গোল
সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে ৯ গোল
কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন
কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন
মোদিকে হাড়িভাঙা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস
মোদিকে হাড়িভাঙা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার