গাইবান্ধায় সম্পাদক-সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি মামলা, প্রতিবাদ

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ডটকমের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে এ বিষয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রেসক্লাব গাইবান্ধার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বিরের করা মিথ্যা মামলার সমালোচনা, প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতীকী অনশনসহ তিনটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে মানববন্ধন কর্মসূচি, বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারের বরাবর স্বারকলিপি প্রদান এবং আগামী রবিবার বেলা ১১টায় প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ের সামনে আধাবেলা সাংবাদিকদের প্রতীকী অনশনসহ কলম-ক্যামেরা বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৬ নভেম্বর ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকাপোস্ট। এ নিয়ে ৮ জানুয়ারি রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে চাঁদাবজি ও আইসিটি আইনে মামলা করেন চেয়ারম্যান মোসাব্বির। মামলায় ঢাকাপোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দকে আসামি করেন তিনি।

এ বিষয়ে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির বলেন, ‘মিথ্যা সংবাদ প্রকাশ করায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আদালতে এই মামলার সত্য-মিথ্যা প্রমাণ হবে।’