মেহেরপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, আটক ১০

মেহেরপুরের গাংনীতে একটি মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করার দাবি করা হয়েছে।

একই সঙ্গে মুজিবনগরে ককটেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দীর একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় সেখান থেকে নেতাকর্মীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, দুটি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোটা উদ্ধার করা হয়।

বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

অন্যদিকে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, গৌরিনগর গ্রামের সড়কের পাশে নাশকতার পরিকল্পনার সংবাদ পেয়ে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় কয়েকজন। সেখান থেকে বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে।