খেলাধুলায় মেয়েরা খুব ভালো করছে: কাজী নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো করছে আমাদের মেয়েরা। তারা হ্যান্ডবলে দারুণ করছে। শুধু হ্যান্ডবলই নয়, কিছু দিন আগে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটেও খুব ভালো করেছে।’

শুক্রবার বিকাল ৪টার দিকে এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ১২টি এবং পেশাজীবী সংগঠনের পক্ষে যথাক্রমে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার টিম অংশ নিচ্ছে।

উদ্বোধনকালে কাজী নাবিল আহমেদ বলেন, ‘নারী হ্যান্ডবল প্রতিযোগিতার মতো এত বড় একটি ইভেন্ট যশোরে হওয়ায় আমরা গর্ববোধ করছি। দেশের প্রথিতযশা অনেক খেলোয়াড় এখানে আসছেন, যারা নিজ নিজ ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এসব কারণে আয়োজকদের অভিনন্দন জানাই।’

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় খেলার আয়োজন করেছে যশোর জেলা ক্রীড়া সংস্থা।