হাসপাতালগুলোকে এক হাজার শয্যায় উন্নীত করবো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে। আমাদের হাসপাতালগুলোকে এক হাজার শয্যায় উন্নীত করবো।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে নার্সের সংখ্যা ঠিক থাকলেও ৩০-৪০ শতাংশ চিকিৎসক কম রয়েছে। করোনার মধ্যে নার্স ও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করা হবে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মেশিন নষ্ট রয়েছে। এসব মেশিন যাতে মেরামত করে মানুষের সেবা দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে। যেসব মেশিন মেরামত হবে না সেখানে নতুন মেশিন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার মানুষকে সেবা দিয়েই মন জয় করতে চায়। বাংলাদেশে আগে এত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ছিল না। মাত্র ৮টি মেডিক্যাল কলেজ ছিল। এখন সরকারি মেডিক্যাল কলেজ ৩৭টি। বেসরকারি ৭০টি মেডিক্যাল কলেজ রয়েছে, অনেক ইনস্টিটিউট হয়েছে। প্রতিটি বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে এবং প্রতিটি জেলা পর্যায়ে মেডিক্যাল কলেজের পরিকল্পনা রয়েছে।’

কিডনি ডায়ালাইসিসের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারিভাবে ডায়ালাইসিসের যে খরচ আছে সেটিই রয়েছে, বৃদ্ধি করা হয়নি।’

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন–স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এবং পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম প্রমুখ।

সভার আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এর আগে সকালে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি।