মধু সংগ্রহে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৌয়ালের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে গাছে উঠে মৌচাক ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ মাদবর (৩৫) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই মৌয়াল রাজৈর উপজেলার বদরপাশা এলাকার মৃত লতিফ মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মধু সংগ্রহের জন্য বাসা থেকে বের হন সোহাগ। তিনি বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি বাগানে মৌচাক ভাঙতে গাছে ওঠেন। সে সময় পল্লী বিদ্যুতের একটি তারে স্পর্শ লেগে সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে একটি পুকুরে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন মৌয়াল সোহাগকে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মৌয়ালের মামা খলিল ব্যাপারী বলেন, ‘মধু কাটতে গিয়ে আমার ভাগ্নে মারা গেছে। ওর ছোট্ট ছোট্ট দুই ছেলে। পরিবারে একমাত্র আয় করতো সোহাগ। এখন পরিবারটি বিপদে পড়ে গেলো। আমরা সোহাগের মৃত্যু মানতে পারছি না।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক মৌয়াল মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মৌয়ালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’