শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তিনি জয়নগর উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান। ঘটনা তদন্তে বৃহস্পতিবার (১৬ মার্চ) পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের এক ছাত্রীকে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন মিজানুর রহমান। ওই ছাত্রী বিষয়টি মৌখিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমানকে বিদ্যালয় থেকে বের করে দেন প্রধান শিক্ষক। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এক অভিভাবক বলেন, ‘আমরা ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যালয়ে পাঠিয়ে নিরাপদ মনে করি। কিন্তু শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতবাক ও লজ্জিত। তার বিচার চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আলী চৌধুরী বলেন, ‘ছাত্রী ও অভিভাবকের মৌখিক অভিযোগ পাওয়ার পর শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক কমিটির যৌথ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযোগের বিষয়ে জানতে মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।  

কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তবে লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’