চিকিৎসককে ধর্ষণচেষ্টা, অটোরিকশা চালকের যাবজ্জীবন

চট্টগ্রামে এক চিকিৎসককে ধর্ষণচেষ্টা মামলায় মো. জামসেদ (৩৫) নামে এক অটোরিকশা চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (১৯ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মো. জামসেদ নোয়াখালীর হাতিয়া উপজেলার গুল্লাখালী এলাকার সাইদুল হক চৌধুরীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ২৪ মার্চ জিইসি স্যানমার এর সামনে থেকে নগরের টেক্সটাইল গেইট যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেন ওই চিকিৎসক। তাকে নির্দিষ্ট স্থানে না নিয়ে ষোলশহর বন গবেষণাগারের পশ্চিম পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। চিকিৎসকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে চালককে আটক করে গণপিটুনি দেয়। এ ঘটনায় ওই নারী চিকিৎসক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। ২০১৬ সালের ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। সাত জনের সাক্ষ্য শেষে আদালত রবিবার এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর স্পেশাল পিপি আবু নাসের চৌধুরী বলেন, ‘নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় আজ রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে এক মাত্র আসামি অটোরিকশা চালক জামসেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই রায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই রায়ে অপর একটি ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।’