বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। সোমবার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়ায় উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। 

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাসনাত আলী বলেন, ‘সোমবার সকালে উপজেলার কাথম এলাকায় ‍দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক আশরাফুজ্জামান বিশ্বাস (৪৩) নিহত হন। তিনি যশোরের মনিরামপুরের বারুইপাড়ার বুধই বিশ্বাসের ছেলে। এ দুর্ঘটনায় আহত সহযোগী টুটুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

অপরদিকে দুপুরের দিকে দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় সাদ্দাম হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুড়াইল গ্রামের আবদুল মোত্তালেবের ছেলে। তিনি বগুড়া শহরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সাদ্দাম হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া হাসপাতাল রোড থেকে থানা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় আক্কেলপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’