সুন্দরবনের হরিণ শিকার করে নিয়ে যাওয়া হচ্ছিল ৮২ কেজি মাংস

সুন্দরবনের আংটিহারা এলাকা থেকে ৮২ কেজি হরিণের মাংস ও ২০টি পা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড কর্মকর্তা তারেক আহমেদ জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের কয়রা স্টেশনের সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। সে সময় সুন্দরবনের আংটিহারা এলাকা দিয়ে একদল চোরাশিকারি নৌকায় করে হরিণের মাংস পাচার করছিল। দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে নৌকায় লুকানো হরিণের মাংস ও পা ফেলে রেখে রাতের আঁধারে বনের গহীনে পালিয়ে যায় তারা। এ সময় ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড সদস্যরা নৌকার ভেতরে পলিথিনে রাখা ৮২ কেজি হরিণের মাংস ও ২০টি পা জব্দ করে।

জব্দ করা হরিণের মাংস, পা এবং কাঠের নৌকাটি পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের খাসিটানা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।