দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

গোপালগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে উভয়পাশে কয়েক শ’ যান আটকা পড়ে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মো. অরিফুল হক জানান, বরিশালের পয়সারহাট থেকে ছেড়ে আসা মেহরাব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে উভয় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।