বরিশালে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ

বরিশালে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিকারের উপপরিচালক অপূর্ব অধিকার ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া রোড এলাকায় একটি পিকআপ ভ্যান আটকে তল্লাশি করা হয়। পরে ভ্যানের ভেতর থেকে ৫০টি বস্তা ডিটারজেন্ট জব্দ করা হয়।

তারা আরও জানান, জব্দ করা বস্তা থেকে আধা কেজি ওজনের ৩০০ প্যাকেট ডিটারজেন্ট উদ্ধার করা হয়। যা বাজারে থাকা একটি কোম্পানির হুবহু নকল। নকল ডিটারজেন্ট ব্যবসার সঙ্গে জড়িত থাকায় পলাশ হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা ডিটারজেন্ট পাউডারের প্যাকেট ছিঁড়ে ধ্বংস করা হয়।