সুন্দরবনে আটক চার জেলেকে ৩ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরায় পশ্চিম সুন্দরবনে নিরাপত্তায় নিয়োজিত স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ ধরার সময় ট্রলারসহ সাত জেলেকে আটক করেছেন। আটক জেলেদের মধ্যে তিন জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চার জেলেকে বন আইনে তিন লাখ টাকায় মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে টিমের অধিনায়ক নির্মল কুমার মণ্ডলের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে মান্দারবাড়িয়া এলাকা থেকে ওই জেলেদের আটক করেন। বনকর্মীরা জেলেদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করেছেন।

সুন্দরবনআটক চার জেলে হলেন– বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দোয়ানী গ্রামে মুনছুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস, আলম খাঁর ছেলে রাজু খাঁ, ইসমাইল হাওলাদারের ছেলে আসাদুল হাওলাদার এবং একই উপজেলার কাঁঠালতলী গ্রামে কাসেম উদ্দিন হাওলাদারের ছেলে জালাল হাওলাদার।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আটক জেলেদের বন আইনে তিন লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।’