শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খাজা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৫ এপ্রিল) রাতে জেলার ফটিকছড়ি উপজেলার গোয়াছ ফটিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

খাজা মিয়া ফটিকছড়ি থানাধীন গোয়াছ ফটিক এলাকার মৃত রজব আলীর ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজ ঘরে খেলা করছিল শিশুটি। আসামি খাজা মিয়া পাশের বাসায় ভাড়া থাকতো। সে সময় খাজা তরমুজ খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। ভিকটিম ঘরে প্রবেশ করলে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ধর্ষণ করে সে। পরে ভিকটিমের চিৎকার শুনে তার মা দৌড়ে ঘটনাস্থলে আসলে খাজা দরজা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বুধবার ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা করার মাত্র দুই ঘণ্টার মধ্যে মামলার একমাত্র আসামি খাজা মিয়াকে গ্রেফতার করা হয়।’