নাশকতার মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাংবাদিক ফিরোজ কামাল ফারুককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফিরোজ কামাল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি এবং উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক। মঙ্গলবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম।
পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে ফিরোজ কামাল আত্মগোপনে ছিলেন। গত কয়েক মাসে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যাসহ তিনটি ও নন্দীগ্রাম থানায় দুটি নাশকতার মামলা হয়েছে। এরই মধ্যে বাসায় ফিরেছেন সংবাদ পেয়ে সোমবার রাত ৩টার দিকে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফিরোজ কামাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন রানার ‘ডান হাত’ হিসেবে পরিচিত। ফারুক একটি হত্যাসহ পাঁচ মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া ও ভারতে আত্মগোপনে ছিলেন। দুদিন আগে এলাকায় ফেরেন। সোমবার গভীর রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।