মাদ্রাসা ছাত্রী‌কে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যার অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আব্দুর জব্বার শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার (৫ মে) রাতে উপজেলার নালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর জব্বার শেখ উপ‌জেল‌ার বড়বাক গ্রামের আব্দুল হ‌কের ছে‌লে। এ সময় আহত হয়েছে রাজীব শেখ (২৬) নামে আরও এক যুবক। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

অভিযুক্ত দেলোয়ার মুন্সী (৩০) উপজেলার গোড়া নালুয়া গ্রামের ডাবলু মুন্সীর ছেলে। 

পুলিশ জানায়, বড়বাক গুচ্ছগ্রাম এলাকার এক মাদ্রাসা ছাত্রীকে দেলোয়ার মুন্সী শ্লীলতাহানি ক‌রে। এ ঘটনায় জব্বার শেখ ও রাজীব শেখ প্রতিবাদ জানায়। এ নিয়ে বাকবিতন্ডা হয় একপর্যায়ে দেলোয়ার ধারালো অস্ত্র দিয়ে জব্বার ও রাজীবকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা মো. মুক্তি বিশ্বাস বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুর জব্বার শেখ ও রাজীব শেখ নামে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে আব্দুর জব্বার শেখ মারা যায় ও রাজীব শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’