স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমান মুকুকে (৪৭) গুলি করে হত্যার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার (৬ মে) দিবাগত রাতে পাংশা থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি ককটেলসহ তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (৭ মে) বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

গ্রেফতার ব্যক্তিরা হলো– পাংশার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার, শেখপাড়ার নুর আলী মণ্ডলের ছেলে রাসেল মণ্ডল, কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে রমজান শেখ।

নিহত মিজানুর রহমান মুকু পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বশাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞান) ছিলেন। এ ছাড়াও এলাকার বাজারে তিনি সারের ব্যবসা করতেন।

এর আগে মঙ্গলবার মুকুর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ৫ আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে শিক্ষক মিজানুর রহমান দোকানের হালখাতা শেষে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।