সমাজসেবা কার্যালয়ে কাগজপত্রের মাঝে বিষধর গোখরা

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বিষধর গোখরা (কোবরা) সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের স্টোর রুম থেকে সাপটি উদ্ধার করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী জানান, রবিবার সকালে অফিস কক্ষের স্টোর রুম খুলে কাগজপত্রের মাঝে বিষধর গোখরা সাপটিকে দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় সাপুড়েকে খবর দেওয়া হয়। সাপুড়ে এসে স্টোর রুম থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

তিনি আরও জানান, অফিস কক্ষটি নিচু স্থানে হওয়ায় বিষধর গোখরাটি প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাপটি ধরার পর স্থানীয় সাপুড়ে লিটন বলেন, ‘সকালে উপজেলার সমাজসেবা অফিসের স্টোর রুমে পুরনো নথিপত্রের ভেতর থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়। সাপটি আকারে প্রায় আড়াই হাত হবে। বর্তমানে সেটি আমার হেফাজতে রয়েছে।’