সিরাজুল আলম খানের দাফন হবে নোয়াখালীতে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের (দাদাভাই) দাফন তার জন্মভূমি নোয়াখালীতে হবে। শুক্রবার (৯ জুন) বিকালে পরিবারের বরাত দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মন্টু এ তথ্য জানিয়েছেন।

মন্টু বলেন, ‘সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী নিজ গ্রাম নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এখনও দাফনের সময় নির্ধারণ করা হয়নি। পরিবারের সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজ তার মরদেহ রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে। শনিবার দুপুরের পর তার নোয়াখালী আনা হবে।’

তিনি আরও বলেন, ‘সিরাজুল আলম খান তার শেষ ইচ্ছের কথা সবাইকে আগে থেকেই জানিয়ে রেখেছেন। তিনি বলেছিলেন, “আমার মৃত্যুর পর কোনও শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে।” ’

উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই রহস্যপুরুষ।

আরও খবর: সিরাজুল আলম খান মারা গেছেন