গভীর রাতে চরমোনাই দরবারে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের স্বাস্থ্যের খোঁজ নিতে বরিশালে গেছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার (১৫ জুন) রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে গিয়ে খোঁজখবর নেন তিনি। 

ইসলামী যুব আন্দোলনের বরিশাল মহানগরের সভাপতি এস এম সানাউল্লাহ বলেন, ‌‘রাত ১১টার দিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজ গাড়িতে চরমোনাই আসেন। এরপর হামলায় আহত ফয়জুল করীমের সঙ্গে দরবারে বসে কথা বলেন তিনি। এ সময় ফয়জুল করীমের স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি। প্রায় একঘণ্টা তারা দুজন কথা বলেন।’

তিনি আরও বলেন, ‌‘সেখানে উপস্থিত দলের নেতাকর্মীরা ভিডিও করতে গেলে তাদের নিষেধ করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে জাহাঙ্গীর আলম ও ফয়জুল করীমের তিনটি ছবি তোলেন নেতাকর্মীরা। পরে ওই ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। সেখান থেকে চরমোনাই অনুসারীরা শেয়ার করলে তা ছড়িয়ে পড়ে।’

এ ব্যাপারে কথা বলার জন্য গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।