উদ্বোধনের ৩ ঘণ্টা পর বন্ধ করা হলো গরু-ছাগলের হাট

গরু-ছাগলের হাট উদ্বোধনের তিন ঘণ্টা পর ভেঙে দিয়েছে প্রশাসন। পরীক্ষা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজ মাঠে হাটটি বসানো হয়েছিল। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান হাটটি বন্ধ করেন।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেতারা-আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মাঠে বুধবার বেলা ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন মোল্লা এই হাট বসিয়েছিলেন। প্রধান অতিথি হিসেবে এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

উদ্বোধনের পরে এ হাটে কোরবানির গরু-ছাগল কেনা-বেচাও শুরু হয়। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে ওই কলেজ মাঠ থেকে কোরবানির প্রাণীসহ সবাইকে বের করে গরুর হাট বন্ধ করে দেন।

মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘স্থানীয়দের সুবিধার্থে কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসিয়েছিলাম। কিন্তু কলেজটিতে যশোর বোর্ডের অধীনে পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে গরু-ছাগলের হাটের উদ্বোধন করায় বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ‘কলেজ মাঠে অস্থায়ীভাবে গরু-ছাগলের হাট বসানোর জন্য আবেদন করা হয়েছিল। আজ জেলা প্রশাসকের নির্দেশে হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।’