সাংবাদিক নাদিম হত্যা: দুই আসামির দায় স্বীকার

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় চার দিনের রিমান্ড শেষে ছয় আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে মনিরুজ্জামান মনির (৩৫) ও রেজাউল ইসলাম (২৬) নামে দুজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদের আদালতে ওই দুজন জবানবন্দি দেন। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে জেলহাজতে যাওয়া আসামিরা হলেন– বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার আনার আলীর ছেলে গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. মিলন (২৫), নামাপাড়া এলাকার মৃত জহিরুল হকের ছেলে মো. তোফাজ্জল (৪০), একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে আইনাল হক (৫৫), কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম (২৬) এবং একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানিয়েছেন, এ নিয়ে জেলহাজতে গেলেন ১২ আসামি। এর আগে বুধবার (২১ জুন) আদালত তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় ছয় এই আসামিকে জেলহাজতে পাঠান। গ্রেফতার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর রিমান্ড এখনও শেষ হয়নি। তার পাঁচ দিনের রিমান্ড শেষ হবে শুক্রবার।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন শেষে পৌর শহরের কাচারীপাড়ায় নিজ বাসায় ফেরার পথে ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ব্যাপক মারধর করা হয় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে। একপর্যায়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত অবস্থায় রেখে যায় দুর্বৃত্তরা। ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। পরে এ হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সম্পৃক্ততা উঠে আসে।