কুমিল্লা নগরীতে প্রকাশ্যে যুবককে হত্যা

কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়ে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জুন) সন্ধ্যায় কান্দিরপাড়ের আনন্দ সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কুমিল্লার কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

নিহত যুবক ইজাজুল ইসলাম (৩২) আদর্শ সদর উপজেলার আমড়াতলির মণিপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার সময় আনন্দ সিটি মার্কেটের সামনে কয়েক জনের সঙ্গে টাকা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন ইজাজ। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা। এ সময় তার রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষণের মাঝেই হেঁটে সামনের গনি ভূঁইয়া মার্কেটের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দোকানের লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘টাকা নিয়ে লেনদেনের সূত্র ধরেই ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে কিসের টাকা তা জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষে লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে তাকে মারা হয়েছে বা কারা মেরেছে তাৎক্ষণিক তা বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।’