দিনাজপুরের সড়কে প্রাণ গেলো ২ জনের 

দিনাজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) ফুলবাড়ী ও নবাবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কাহারোল উপজেলার পাহাড়পুর পারগাঁও এলাকার আব্দুল খালেকের স্ত্রী রহিমা বেগম (৩৬) এবং নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর মাগুড়া দাশপাড়া এলাকার মাধব মোহন্তের ছেলে সুজন মোহন্ত (৩০)।

ফুলবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রব্বানী জানান, শনিবার ভোররাতে একটি মাইক্রোবাস কয়েকজনকে নিয়ে দিনাজপুরে যাচ্ছিল। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর যাত্রী রহিমা বেগম নিহত হন। পরে পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। এই দুর্ঘটনায় মাইক্রোবাসের অন্য যাত্রীরা সামান্য আহত হলেও সুস্থ রয়েছেন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল এবং রাস্তার বাঁক থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান গোলাম রব্বানী।

এদিকে, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহেদুল ইসলাম তৌহিদ জানান, জমি চাষের ট্রাক্টরের চালক না আসায় সুমন মোহন্ত নিজেই ট্রাক্টর চালিয়ে বাড়ি থেকে ক্ষেতের উদ্দেশে বের হন। কাচদহ এলাকায় সড়ক থেকে নিজের ঢালু জমিতে ট্রাক্টর নামানোর সময় সেটি উল্টে যায়। কাঁদাপানিতে ট্রাক্টরসহ চাপা পড়েন সুমন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।