ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

জয়পুরহাট সদর উপজেলায় ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বটতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বটতলী এলাকায় নির্জন জায়গায় এক পথচারীকে একা পেয়ে তার গলায় চাকু রেখে গয়না নেওয়ার চেষ্টা করলে তাদের হাতে নাতে আটক করে র‌্যাবের একটি দল। তারা কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের প্রধান এবং মোরসালিন ও সালাম গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানা এলাকার বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে।

সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম আরও জানান, তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মর্তুজার গ্রুপে আরও পাঁচ থেকে সাত জন সক্রিয় সদস্য রয়েছে। তারা সদর থানা এলাকার রেলগেইট ও বাজার এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।

আটকদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।