এসআইয়ের বিরুদ্ধে যুবককে থানায় আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগ

এক যুবককে আটকে রেখে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পরে তাকে রবিবার (২৩ জুলাই) পার্শ্ববর্তী বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বদলি করা হয়েছে।

এর আগে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী যুবকের বাবা আব্দুল আলীম।

জানা গেছে, গত সোমবার রাতে পূর্ব ভূঞাপুর এলাকার বাসিন্দা কলেজছাত্র সাদেককে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে চোর সন্দেহে আটক করেন এসআই লিটন। পরে তাকে থানায় অন্য আসামিদের সঙ্গে বন্দি করে রাখা হয়। মঙ্গলবার বিকালে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা প্রতিকার চেয়ে শনিবার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর এসআই লিটনকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বদলির আদেশ দেওয়া হয়। ৪৫২৮/১(৩) (আরওআই) স্মারকের বদলির আদেশে বলা হয়, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

অভিযোগের বিষয়ে এসআই লিটন মিয়া বলেন, ‘এখানে দীর্ঘদিন হয়ে গেছে, তাই অন্য থানায় বদলি করা হয়েছে। সাদেক নামে ওই ছেলেকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছিল। পরে প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে কোনও টাকার লেনদেন হয়নি।’

এ বিষয়ে জানতে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলামকে ফোন করা হলেও তিনি ধরেননি।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘লিটনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সেটির তদন্ত হচ্ছে। তদন্তকালে এসআই লিটন মিয়াকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় বদলি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে সেখানে যোগদান করতে বলা হয়েছে।’