লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত যুবকের নাম তাইজুদ্দিন (৩৫)। তিনি উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব দুহুলী এলাকার আব্দুল করিমের সঙ্গে গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার করিম ও তার ছেলে আলামিন হামলা চালায়। হামলায় তাইজুদ্দিনকে বেধড়ক মারপিট করা হয়। এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন জ্ঞান হারান। পরে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিন মারা যান।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোনও আসামি আটক হয়নি। আসামি আটকের চেষ্টা চলছে।’