পুনরায় ক্ষমতায় আসতেই তারেক-জুবাইদার সাজা: এলডিপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলায় সাজার প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা জেলা এলডিপি। শুক্রবার (৪ আগস্ট) চান্দিনার মহিচাইল কলেজ মাঠে এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ।

এ সময় রেদোয়ান আহমেদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দূরে রাখতেই আদালত ও বিচার বিভাগকে ব্যবহার করে অবৈধ সরকার পুনরায় ক্ষমতা দখল করার জন্য এ রায় দিয়েছে। ক্ষমতাসীনরা রাজনীতির ইতিহাস মনে হয় ভুলে গেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে চিরস্থায়ীভাবে টিকে থাকা যায় না। জনগণের আন্দোলনের মুখে এ সরকারও আর টিকে থাকতে পারবে না।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা প্রত্যাহারের দাবি জানান।