ডুবে যাওয়া পিকনিকের ট্রলার উদ্ধার, এখনও নিখোঁজ ৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনও মরদেহ উদ্ধার করা যায়নি। 

রবিবার (৬ আগস্ট) বিআইডব্লিউটিএ উপ-পরিচালক মো. ওবায়দুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ‘ট্রলার উদ্ধারের সময় কোনও মরদেহ মেলেনি। ট্রলারে আটটি মোবাইল ফোন, দুটি ব্যাগ ও একটি স্বর্ণের চেইন পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘এই পযন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৩৪ জন। এখনও তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

এর আগে শনিবার রাত ৮টার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী-শিশুসহ ৪৭ জন ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিক শেষে ট্রলারটি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে তালতলা-ডহুরী খাল দিয়ে লতব্দির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি বাল্কহেড বালু আনতে পদ্মা নদীর দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে বাল্কহেডটি ট্রলারকে ধাক্কা দেয়। এ সময় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে উঠলেও ১৩ জন পানিতে তলিয়ে যান।