টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা-ধরলার পানি

টানা বর্ষণ এবং উজানের ঢলে লালমনিরহাটে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তা ও ধরলা নদীর পানি। এভাবে পানি বাড়তে থাকলে শিগগিরই এই এলাকায় বন্যা দেখা দিতে পারে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টি মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। সন্ধ্যা ৬টায় পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাত ৮টায় আরও পাঁচ থেকে ছয় সেন্টি মিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

এদিকে, ব্যারাজ পয়েন্টের  ভাটিতে এখনও স্বাভাবিক পানিপ্রবাহ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাফ উদদৌলা বলেন, ‘পানি এখনই বিপদসীমা অতিক্রম করছে না। তবে আগামী ১৪ তারিখ থেকে পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।’