টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি আজ রবিবার (১৩ আগস্ট) বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে লালমনিরহাটের পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের রোপা আমনের ক্ষেত।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, গতকাল শনিবার বিপদসীমার ১৮-১৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। ১৪ তারিখ থেকে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আদিতমারী উপজেলার সারপুকুর ইনিয়নের কৃষক লিয়াকত লাভলু বলেন, ‘পানি নিষ্কাশনের পথ বন্ধ। পানি নেমে যেতে পারছে না। আমার এলাকার ভ্যারভারির বিলের ৫০ বিঘা জমি পানির নিচে।’
লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, ‘নদী তীরবর্তী এলাকা এবং পাটগ্রামের ৩৬৩ হেক্টর ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কি পরিমাণ ক্ষতি হবে তা কয়েকদিন পরে জানানো যাবে। সার্ভে রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে।’