ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে পুরাতন বাজার এলাকার ৩৮১ নম্বর ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনি সাথী (৭)। সাথি শফিয়ার রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা বেগম সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে পার্বতীপুর পুরাতন বাজার এলাকায় বেড়াতে আসেন। শনিবার সকালে নাতনি সাথীসহ পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রেন দেখতে গিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনটি ব্রিজের কাছে আসতেই অন্যরা নদীতে লাফ দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় দাদি ও নাতনির মৃত্যু হয়।
 
ওই ট্রেনের লোকো মাস্টার সাইদুল ইসলাম জানান, রেলওয়ে ব্রীজের উপরে কয়েকজন পার হচ্ছে বিষয়টি প্রত্যক্ষ করে দ্রুততম সময়ের মধ্যেই ব্রেক করা হয়। কিন্তু তার আগেই কাটা পড়ে দাদি ও নাতনি। 

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।