সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাবলু হক নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মরদেহ বিএসএফ হেফাজতে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্তের ১৯ বিঘি গ্রামে।

নিহত যুবক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এদিকে, সীমান্তে গুলিতে যুবক নিহতের বিষয়টি বিজিবির পক্ষে নিশ্চিত করা হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।

নিহতের ভাই সাজিবুল হক জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বাবলু। রাত ৯টার দিকে চাকপাড়া সীমান্তের ১৯ বিঘি মাঠে তাকে গুলি করে হত্যা করা হয়। ভারত থেকে মরদেহের ছবি পেয়ে নিশ্চিত হওয়া যায় নিহত ব্যক্তি বাবলু হক। পরে আজ দুপুরে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে কাগজপত্র নিয়ে যেতে বলে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে গুলিতে এক যুবক নিহতের বিষয়টি তারা শুনেছেন। তবে পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ভারতে রয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে। পরিচয় শনাক্ত হলে, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরতসহ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হবে।