২৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার 

নাটোরে ২৫ বছর আগের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যার। নলডাঙ্গা থানা-পুলিশের অভিযানে র‍্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় বুধবার (২৩ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নলডাঙ্গার পশ্চিম মাধনগর এলাকার শাহাদৎ হোসেন (৭০) এবং তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৮ সালে আসামিরা পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে গিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ১৪ জুন আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে তৎকালীন অবিভক্ত নাটোর সদর থানায় মামলা করেন। পরে আসামি নুরজাহান বেগমকে গ্রেফতার করলেও অপর আসামি শাহাদৎ হোসেন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। পরে নুরজাহান বেগমও জামিনে মুক্ত হন।

দীর্ঘ শুনানী শেষে ২০১৬ সালে আদালত আসামি স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর বুধবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।