গৃহবধূ ঝর্ণা হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার গৃহবধু ঝর্ণা আক্তার হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার সদর উপজেলার বাংলা বাজারে এ দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্বামী আলম খাঁ, ভাই নুরুল আমিন, বাংলা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজা আক্তার, উজ্জ্বল নাগ, মো. আব্দুল জলিল এবং রানা সরকারসহ অনেকে।

উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে ২৭ মার্চ রাতে ফিরোজ খাঁ ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ঝর্ণা আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা আক্তার মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। মামলার পর ৯ আসামিকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আট আসামি জামিনে রয়েছে। ফিরোজ খাঁ কারাগারে রয়েছে।