তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি আবারও বিপদসীমার ওপর দিয়ে বইছে। শুক্রবার (২৫ আগস্ট) তিস্তার দোয়ানী ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করেছে। দুপুর ১২টার দিকে এই পয়েন্টে বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

একই দিন ভোর ৬টার দিকে বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে এবং সকাল ৯টার দিকে বিপদসীমার সমান (৫২.১৫ সেন্টিমিটার) প্রবাহিত হয়।

নদীপাড়ের মানুষরা জানিয়েছেন, ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বাড়ার ৮-১০ ঘণ্টার মধ্যে ভাটির কালিগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদীতীরে পানি বেড়ে যায়। এ সময় তলিয়ে যায় নদীপাড়ের নিম্নাঞ্চল।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত না হলে পানি কমে যাবে।