বাবা বিলে গিয়েছিলেন জাল নিয়ে, সকালে ছেলে খুঁজে পেলো ডুবন্ত লাশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের একটি বিল থেকে মোহাম্মদ আলী (৫৫) নামে এক দিনমজুরের ডুবন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে ইউনিয়নের সোনারপাড় তালুক সুবল গ্রামের গিদারি নদী নামের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী সোনারপাড় তালুক সুবল গ্রামের মৃত আজিজুল্লাহ’র ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। আচরণে সহজ-সরল স্বভাবের এই দিনমজুর এলাকাবাসীর প্রিয়ভাজন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিলের পানিতে মোহাম্মদ আলীর ছেলে মামুন তার নিখোঁজ বাবার লাশের সন্ধান পান।

নিহত মোহাম্মদ আলীর চাচাতো ভাই মাইদুল জানান, রবিবার (২৭ আগস্ট) বিকালে মোহাম্মদ আলী কারেন্ট জাল নিয়ে বাড়ির পেছনে ওই বিলে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজখবর নিতে থাকেন। কিন্তু খোঁজ পাওয়া যায়নি। রাতে বাড়িতেও ফেরেননি মোহাম্মদ আলী। তার জাল নিয়ে বিলে যাওয়ার বিষয়টি আমলে নিয়ে সোমবার সকালে স্থানীয়রা বিলের পানিতে তার অনুসন্ধান চালান। পরে ছেলে মামুন (১৪) বিলের পানিতে নিমজ্জিত অবস্থায় বাবার নিথর দেহের সন্ধান পান। সবাই মিলে লাশটি উদ্ধার করে বাড়িতে নেন।

মাইদুল বলেন, ‘মোহাম্মদ আলী সহজ-সরল মানুষ ছিলেন। তিনি সাঁতার জানতেন না। বিলের পানিতে জাল পাততে গিয়ে হয়তো পা পিছলে গভীর পানিতে পড়ে ডুবে গিয়েছিলেন। রাত পর্যন্ত তার খোঁজ না পাওয়ায় সকালে বিলে গিয়ে তার খোঁজে অনুসন্ধান চালায় পরিবার ও স্থানীয় লোকজন। পরে বিলের কচুরিপানার জট থেকে তার ছেলে ডুবন্ত লাশ উদ্ধার করে। পারিবারিকভাবে তাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।’

এদিকে, খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। কোনও অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয়দের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।’